প্রাণের বান্ধব– কোথায় গেলে পাব তোমাকে–
আমি মিছে সাঁতার কাটি–নদীর কিনারে–
পরানের বান্ধব রে—।
আকাশের দিকে চেয়ে থাকি— নিঝুম দ্বীপে গিয়ে–
সাত সাগরের বুক চিরে– তেপান্তরের তীরে—
প্রাণের বান্ধব রে—।
বুকের মাঝে স্বপ্ন আঁকে– তোমার ছবি দেখি—
দিবা রাতি কোথায় লুকাই– পাখির ডানায় থাকি—
সুজন বন্ধু রে —–।
ভালবাসি বলে তোমায়— কোথায় লুকাই রাখি—
প্রেম কাননে ফুটছে রে ফুল– বন্ধু বাজায় বাঁশি—
প্রেম পিয়াসী রে—।
প্রাণের বান্ধব রে—
পরানের বান্ধব রে—
সুজন বন্ধু রে —-
প্রেম পিয়াসী রে—।গান/ কবিতা- প্রেম পিয়াসী রে