প্রবাসীদের কল্যাণে আরও ৫০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, আগে ৪০০ কোটি টাকা তহবিল ছিল। আমরা তাতে আরও ৫০০ কোটি টাকা দিয়ে দিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা আমাদের দেশের নাগরিক। করোনার কারণে তাদের আয় কমে গেছে, অনেকে চাকরি হারাচ্ছেন। অনেকে দেশেও ফিরে আসছেন। প্রবাসীরা দেশে ফিরতে চাইলে ফিরে আসবে। কিন্তু তাদের যাতে বাড়ি-ঘর বিক্রি করতে না হয়, তারা যাতে দেশে ফিরে কিছু করে খেতে পারে আমরা তার ব্যবস্থা করবো।
ভিন্নবার্তা/এমএসআই