মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছে উত্তরের তিস্তা নদীর দু’পাড়ের বাসিন্দারা।
আজ রবিবার সকালে ২,৩০ কি:মি: মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয় । তিস্তা নদী ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এই মানববন্ধন করে তিস্তা পাড়ের বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও,নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী ও সা: সম্পাদক শফিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা মানববন্ধন থেকে গৃহীত মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন,ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ-পুনর্বাসন এবং তিস্তা তীরের কর্মহীনদের জন্য প্রস্তাবিত অথনৈতিক জোন অগ্রাধিকার ভিত্তিতে স্থাপনের দাবী জানানো হয়।
সকাল থেকে নীলফামারী ও লালমনিরহাট জেলার ভারত সীমান্তের তিস্তার উজানের পশ্চিম তীর কালিগঞ্জ এবং পূর্ব তীরের পাটগ্রামের বাউরা এলাকার জিরো পয়েন্ট থেকে মানববন্ধন শুরু হয়ে চিলমারী পর্যন্ত ছড়িয়ে পড়ে। মানববন্ধন আয়োজন করেন তিস্তা বাঁচাও,নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
ভিন্নবার্তা/এসআর