নেত্রকোনা প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কক্ষে আটকে রেখে হেনস্থা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়ায় পৌরসভার সামনে সড়কে জেলা সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল,জেলা প্রেসক্লাব সম্পাদক এম,মোখলেছুর রহমান খান,জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ভজন দাস,সাবেক সম্পাদক আনিসুর রহমান,নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান,সাংবাদিক সঞ্জয় সরকার,কামাল হোসেন,প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তীসহ আরো অনেকে।
জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এসময় সাংবাদিকরা বলেন,রোজিনা ইসলামকে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতন ও গ্রেপ্তার করা হয়। তার নি:শর্ত মুক্তির দাবী জানান বক্তারা। এছাড়াও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।
ভিন্নবার্তা ডটকম/এন