করোনাভাইরাসে কারণে বাংলাদেশে আটকেপড়া ২৪৭ জন বাংলাদেশি বিমানের একটি বিশেষ ফ্লাইট প্যারিস পৌঁছেছেন। বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় চার্লস দ্য গল (সিডিজি) বিমানবন্দরে বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
এ সময় তাদের স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আয়েবা)মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ আয়েবা ও ফ্রান্স আওয়মী লীগের নেতারা।
বাংলাদেশ দূতাবাস প্যারিস, বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফ্রান্স আওয়ামী লীগ সহযোগিতা করে।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন আগত বাংলাদেশিদের ফরাসি সরকারের স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশনে থাকার আহ্বান জানিয়েছেন।
আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, করোনার সংকটের কারণে ফ্রান্স প্রবাসীরা বাংলাদেশিরা দেশে গিয়ে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকা পড়েন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। এছাড়া আটকেপড়া বাকিদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস