
টানা চার দিনের ছুটি শেষে ধীরে ধীরে কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী ঢাকা। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেশ কয়েকদিন বাড়তি অবকাশ উপভোগ করার পর রাজধানীমুখী মানুষের ভিড় দেখা গেছে বিভিন্ন টার্মিনাল, রেলস্টেশন ও সড়কে।
শনিবার (৪ অক্টোবর) সকালে সরেজমিনে কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, কাকরাইলসহ কয়েকটি ব্যস্ত এলাকায় ঘুরে দেখা যায়, শহরে ফিরছে কর্মজীবী মানুষ। যাত্রীদের চাপ বাড়লেও বড় ধরনের যানজট দেখা যায়নি প্রধান সড়কগুলোতে।
রংপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কিশোর অধিকারী। তিনি জানান, “সারা বছর অপেক্ষা করি পূজার সময়টুকুর জন্য। আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটানো, গ্রামের পরিবেশ — সব মিলিয়ে খুব ভালো কেটেছে। এবার যাওয়া-আসায় খুব একটা ভোগান্তিও হয়নি।”
অন্যদিকে, সায়দাবাদ বাস টার্মিনালে দেখা যায় চাঁদপুর থেকে ফেরা বোরহান উদ্দিনকে, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, “ঈদের মতোই ঢাকায় ফেরার সময় যাত্রীদের ভিড় থাকে। ভিড় এড়াতে সকাল সকাল রওনা দিয়েছি। রোববার থেকে অফিস, তাই আজই ঢাকায় ফেরা।”
যদিও রাজধানীর অধিকাংশ মূল সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক ও অপেক্ষাকৃত ফাঁকা, তবে কিছু এলাকায়, বিশেষ করে সায়দাবাদ, ধোলাইপাড় ও দয়াগঞ্জে তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে শান্তিনগর, মালিবাগ ও কাকরাইল এলাকায় যানবাহনের চাপ ছিল কম, তবে অটোরিকশার সংখ্যা ছিল তুলনামূলক বেশি।
উল্লেখ্য, দুর্গাপূজার ছুটি এবং সপ্তাহান্তের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১ অক্টোবর (বুধবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। আগামীকাল ৫ অক্টোবর, রোববার থেকে পুনরায় সরকারি অফিসের কার্যক্রম শুরু হচ্ছে। ফলে আজ থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।