করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যরা। প্রতিদিনই সেই সংখ্যাটা বাড়ছে। গত একদিনের ব্যবধানে ২৬১ জন জন পুলিশের দেহে মরণঘাতী এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে সংক্রমিত পুলিশ সদস্যের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো।
আজ সোমবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে সরবরাহ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ৫ হাজার ১২৯ জন পুলিশ সদস্যের দেহে কোভিড-১৯ রোগ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গত একদিনেই শনাক্ত হয় ২৬১ জন।
মোট শনাক্তের মধ্যে এক তৃতীয়াংশই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। সংখ্যাটা এখন পর্যন্ত এক হাজার ৬৫৮ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৫ পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।
বিপরীতে সুস্থ হয়েছেন এক হাজার ৮৭৬ জন। এদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ইতোমধ্যে ফের কাজে যোগ দিয়েছেন ১ হাজার ৫৬৩ সদস্য।
জানা গেছে, সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত এসপি, সহকারী এসপি, পরিদর্শক, উপপরিদর্শক (এসআই) এবং এএসআইসহ অসংখ্য উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন।