পুতিনের সঙ্গে সাক্ষাতে কৃষ্ণসাগরের শহর সোচিতে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করবেন দুই নেতা।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর তুরস্ক বিবাদমান দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে। গত মাসের ২২ তারিখে তুরস্কের মধ্যস্থতায় মস্কো-কিয়েভ খাদ্যশস্য পরিবহনে সম্মত হয়।
পুতিনের ঘনিষ্ঠ হলেও ইউক্রেনে হামলার নিন্দা জানিয়েছেন এরদোগান। একইসঙ্গে কিয়েভের কাছে ড্রোন বিক্রি করেছে তুরস্ক।
ভিন্নবার্তা ডটকম/এন