মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় পিকআপ চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।
বুধবার রাতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের বিস্তারিত নামপরিচয় জানা যায়নি। তবে তারা মা-মেয়ে বলে স্থানীয় অনেকে নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে মায়ের বয়স ৩৫ বছর আর মেয়ের বয়স ৮ বছর হবে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কলাবোঝাই একটি পিকআপ ওই দুইজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মরদেহ দুটি বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়। দুর্ঘটনার পর পিকআপটি আটক করেছে পুলিশ।
এএস/শিরোনাম বিডি