খাগড়াছড়ি: ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে রাঙামাটির বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে দিঘীনালাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতের ফলে রাত ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটি বাঘাইছড়ি সড়কের শুকনাছড়ি এলাকায় মাটি ধসে পরলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে সাজেক ও বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক থেকে মাটি সরানোর কাজ চলছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করছি সকালের মধ্যেই সড়ক স্বাভাবিক হবে,পর্যটকদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051