রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি তিনটি পয়েন্টেই কমেছে। তবে পানি কমলেও এখনো তা বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে।
পদ্মা নদীর পানি কমার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার পরিমাপকৃত তথ্য অনুযায়ী পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম পয়েন্টে কমেছে দশমিক ২ সেন্টিমিটার এবং রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর পয়েন্টে কমেছে দশমিক ৩ সেন্টিমিটার।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি তিনটি পয়েন্টেই কমলেও তা বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এরমধ্যে দৌলতদিয়া পয়েন্টে দশমিক ৭৮ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুর পয়েন্টে দশমিক ১১ সেন্টিমিটার ও পাংশার সেনগ্রাম পয়েন্টে দশমিক ৫৫ সেন্টিমিটার পানি বিপদসীমার ওপর রয়েছে।