1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
মেছো বাঘ ভেবে আতঙ্ক

পঞ্চগড়ে বনবিড়াল আটক!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:১২ pm

বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ওই প্রাণীটিকে পরে আটক করার পর সেটিকে বনবিড়াল হিসেবে চিহ্নিত করেছে বনবিভাগ।

ঘটনাটি গতকাল ৬ সেপ্টেম্বর, রবিবার দুপুরের দিকের। এসময় উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচণ্ডী এলাকার একটি চা বাগানে কাজ করছিলেন তাপস ও আলম নামের দুই শ্রমিক। মেছোবাঘসদৃশ একটি প্রাণী তাদের তাড়া করে।

পরে তারা অন্যান্য শ্রমিকদের জড়ো করেন। ধাওয়া করে ওই প্রাণীটিকে আটক করে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইছামুলের বাড়ির সামনে একটি গাছের সাথে বেঁধে রাখেন শ্রমিকরা। ‘বাঘ ধরা পড়েছে’- এমন সংবাদে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

চা বাগান শ্রমিক আলম এ বিষয়ে বলেন, ‘আমরা চা বাগানে কাজ করছিলাম। এমন সময় বাগানের ভেতর থেকে একটি বাঘ আমাদের ওপর আক্রমণ করতে আসে। এসময় আমরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে আসি। আমাদের অন্যান্য সহকর্মীদের খবর দেই। পরে সবাই মিলে মেছো বাঘটিকে ধাওয়া করে আটক করি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন-উল হক।

তেঁতুলিয়া উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা শহীদুর রহমান বলেন, ‘প্রায় তিন থেকে চার বছর বয়সী প্রাণীটির উচ্চতা এক ফুট এবং দৈর্ঘ্য দুই ফুট হবে।’

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করেন। তারা ছবি তুলে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠানো হয়।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, ‘ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি মেছো বাঘ নয়, এটি বনবিড়াল। বনবিড়ালটিকে দিনাজপুর নিয়ে আসা হবে।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ