সুদের টাকার লেন-দেনকে কেন্দ্র করে মিথ্যা এসিড মামলায় ফাঁসানোর প্রতিবাদে নড়াইলে মানববন্ধন করেছে এলাকাবাসী ও আসামির স্বজনেরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নড়াইল আদালত চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা দাবি করেন, মিথ্যা এসিড নিক্ষেপের দাবি করে কিছু নিরাপরাধ মানুষকে ফাঁসাতে এসিড মামলা করেছে তানিয়া ও তার বোন। মানববন্ধনে কলোড়া ও মুলিয়া ইউনিয়নের ৫শ’ নারী-পুরুষ অংশগ্রহণ করে।
পাওনা টাকাকে কেন্দ্র করে গত ১৭ আগস্ট রাতে নড়াইল সদরের বাহিরগ্রাম এ গৃহবধূ তানিয়া বেগমের (২৮) ওপর এসিড নিক্ষেপের অভিযোগে ১৮ আগস্ট সদর থানায় মামলা হয়। বাহিরগ্রামের বিপ্লব, জুয়েল ও অহিদুর রহমানসহ ৭ জনকে আসামি করে মামলা করে তার বোন মিনি বেগম। পুলিশ এ ঘটনায় বিপ্লব, জুয়েল ও অহিদুর রহমানকে গ্রেফতার করে।
ভিন্নবার্তা ডটকম/মোহাম্মদ আল আমিন/এসএস