নোয়াখালী থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ শিশু সন্তানের লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিবেদক

নোয়াখালীর সদর উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার ৩ বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শ্বশুর আইয়ুব আলী ও শাশুড়ি হাসিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাদের মরেদহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন গৃহবধূ পান্না বেগমসহ (২২) ও তার শিশু সন্তান লামিয়া (৩)। পারিবারিক কলহের জেরে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নোয়াখালি পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমআই/শিরোনাম বিডি