নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে (৯) বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই মাদরাসার এক কিশোর (১৭) শিক্ষার্থীকে আটক করেছে কবিরহাট থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলার রামগতির সবুজ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসায় শিশুটি বলাৎকারের শিকার হয়। সে ওই মাদরাসার মাজ্রা দ্বিতীয় জামাতের ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্তকে রামগতির সবুজ গ্রামের তার বাড়ি থেকে আটক করা হয়।
শিশুটির বাবা জানান, কোরআনের হাফেজ করার উদ্দেশ্যে তার ছেলেকে এক বছর আগে ওই মাদরাসায় ভর্তি করান। সে আবাসিক ছাত্র হিসেবে সেখানে থেকে পড়ালেখা করতো।
থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ