উয়েফা ন্যাশনস লিগে জয়ে ফিরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। লিগে ‘এ’ গ্রুপ ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। টানা ১১ ম্যাচ জেতা ইতালির ছন্দপতন ঘটে গত শুক্রবার। বসনিয়ার বিপক্ষে ঘরের মাঠে তারা ড্র করে বসে ১-১ গোলে। তবে নেদারল্যান্ডসের ঘরের মাঠ ইয়োহান ক্রইফ অ্যারেনায় আর খোলসবন্দী হয়ে থাকেনি আজ্জুরিরা। ম্যাচের শুরু থেকেই খেলেছে আধিপত্য বিস্তার করে। তবে শুক্রবারের ম্যাচ থেকে ৭টি পরিবর্তন এনেছিলেন রবার্তো মানচিনি।
ইতালি শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পেতে তাদের অপেক্ষায় থাকতে হয়েছে প্রথমার্ধের শেষ পর্যন্ত। ইনজুরি সময়ের শেষ মিনিটে সিরো ইম্মোবিলের ক্রস থেকে অসাধারণ হেডে জালে বল পাঠান নিকোলা বারেল্লা (১-০)। নেদারল্যান্ডসের একটি প্রচেষ্টাই ছিল কাজে লাগানোর মতো। প্রথমার্থে জর্জিনিয়ো ভিনাদালদাম শট নিয়েছিলেন ঠিকই, কিন্তু তা সরাসরি গিয়ে পৌঁছায় ইতালি গোলকিপার দোন্নারুম্মার কাছে। এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে এসেছে ইতালি। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। তার পরেই রয়েছে নেদারল্যান্ডস ও পোল্যান্ড। যাদের সংগ্রহ ৩ পয়েন্ট করে।
দিনের অন্য ম্যাচগুলোতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ১-৫ গোলে নরওয়ে, বসনিয়াকে ১-২ গোলে পোল্যান্ড, অস্ট্রিয়াকে ২-৩ গোলে রোমানিয়া ও অ্যালবেনিয়াকে ০-১ গোলে লিথুয়ানিয়া পরাজিত করেছে। আজ মাঠে নামবে লুক্সেমবার্গ-সাইপ্রাস, ফ্যারোই আইসল্যান্ড-ল্যাটভিয়া ও মন্টিনিগ্রো-আজরাবাইজান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ