নেত্রকোনা প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থাকতে দেশে একজন মানুষও অনাহারে ভূমিহীন ও অসহায় অবস্থায় থাকবে না। তৃণমূল পর্যায়ে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে সরকারিভাবে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবেতর জীবনযাপনরত এক বৃদ্ধার খবর জানতে পেরে তাৎক্ষণিক নেত্রকোনার বারহাট্টায় ছুটে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পৌঁছে দেয়ার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উপজেলার সিংদা ইউনিয়নের বাশাওরা গ্রামের সহায় সম্বলহীন মানবেতর জীবনযাপনরত আরতা বেগমের (৫৬) কাছে রবিবার দুপুরে গিয়ে তার খোঁজ-খবর নেন ও তাৎক্ষণিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও দুই বান্ডিল টিন বিতরণ করেন।
এসময় প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদেরকে আরতা বেগমকে সহায়তা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি উপস্থিত গ্রামের আরো কয়েকজন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম,উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
ভিন্নবার্তা ডটকম/এন