রাত্রি দাস: নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে ।
দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় নেত্রকোনার মোক্তারপাড়া মুক্তমঞ্চে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরুর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এছাড়া প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যেদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার আকবর আলিম মুন্সি, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভিন্নবার্তা ডটকম/এন