নানা আয়োজনে নেত্রকোনায় জাতীয় ৪ নেতার জেলহত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার জেলা সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে কর্মস‚চির মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিত করণ,চার নেতার প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।
সকালে শহরের তেরীবাজার মোড় এলাকায় সংগঠনের কার্যালয়ে চার নেতার প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মোঃ শামছুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য,মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,মুক্তিযোদ্ধা আইয়োব আলী,আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম সহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন,জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে দেশে পাক দালালেরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করেছিল।এখনও ওদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এদের রুখে দিতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
ভিন্নবার্তা/এসআর