মাদকদ্রব্যের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে মাদকবিরোধী আলোচনা সভা, রেলি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ভিন্নবার্তা ডটকম/এন