রাত্রি দাস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব হল রুমে বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখা এ আলোচনা ভার আয়োজন করে। বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ড.শওকত আকবর ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আমিরুল ইসলাম।
বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্টার মো: ওয়ালিওল্লাহ, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের রেজিষ্টার ড. মো, হুমায়ন কবির, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের পরিচালক প্রকল্প ড.আমিনুর রহমান চৌধুরী,অতিরিক্ত পরিচালক সায়েদুর রহমান রতন সহ আরো অনেকেই ।
ভিন্নবার্তা ডটকম/এন