নেত্রকোনা প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল তিনটায় শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়তে ইসলামীর ময়মনসিংহ বিভাগীয় অঞ্চল কমিটির সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা এনামূল হক।
নেত্রকোনা জেলা জামায়তে ইসলামীর আমীর মাওলানা সাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে এবং অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি,নিজাম উদ্দিন মাস্টার, প্রচার ও মিডিয়া সম্পাদক- জহিরুল ইসলাম, নেত্রকোনা সদর আমীর- মাওলানা ওয়ালীউল্লাহ, পৌর আমীর- অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নেত্রকোনা জেলা সভাপতি, কামাল উদ্দিন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
ভিন্নবার্তা ডটকম/এন