নেত্রকোনা শহরের সৌন্দর্যবর্ধন ও নগর স্বাস্থ্যের সুরক্ষায় ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আয়োজক সংগঠন “প্রকৃতি বাঁচাও আন্দোলন” নেত্রকোনা শহরের পরিবেশবান্ধব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে দ্রুত ওয়াকওয়ে নির্মাণের দাবি জানায়।
এসময় প্রকৃতি বাঁচাও আন্দোলণেরর সভপতি কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, হায়দার জাহান চৌধূরী, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, অধ্যপক ননী গোপাল সরকার, সাংবাদিক কামাল হোসেন,পল্লব চক্রবর্তীসহ অন্যরা।
শহরের নাগরিকদের হাঁটার জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে ওয়াকওয়ে নির্মাণ অত্যন্ত জরুরি। এটি শুধু শহরের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং স্বাস্থ্যকর পরিবেশ গঠনে সহায়ক হবে।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ভিন্নবার্তা ডটকম/এন