নীলফামারী টুপামারী ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মো. আবুল কাশেম শাহ্কে হারিয়ে পুনরায় নির্বাচিত হলেন মছিরত আলী শাহ ফকির।
রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান ভোটের জানান, মো. মছিরত আলী শাহ ফকির (চশমা) পেয়েছেন ৮ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী মো. আবুল কাশেম শাহ্ (নৌকা) পেয়েছেন ৫৮৯৮ ভোট এবং বিএনপির মো. ছায়েদুর রহমান (ধানের শীষ) ৩২৯৭ ভোট হাজার ৬৩৬ ভোট।
আজ বৃহস্পতিবার নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাতে ফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি
উলেখ্য এ জয়ে টানা নবম বারের মত চোয়ারম্যান নির্বাচিত হন মছিরত আলী শাহ ফকির।
ভিন্নবার্তা/এসআর