নীলফামারীতে প্রায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- দিনাজুপর জেলার ফুলবাড়ি উপজেলার উষাহার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালাম মোল্লা ও মোখলেছার রহমানের ছেলে জাকারিয়া।
র্যাব নীলফামারী ক্যাম্প সূত্র জানায়, বারাইহাট এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশে অবস্থানকালীন সময়ে অভিযান চালিয়ে দুই কেজি আটশ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে ফুলবাড়ি থানায় মামলা করেছেন র্যাবের উপ-সহকারী পরিচালক তাপস চক্রবর্তী।
র্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) হালিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতো। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাদের ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মূল্য ২৮ হাজার টাকা।
ভিন্নবার্তা/এসআর