নানা আয়োজনে নীলফামারীতে জাতীয় ৪ নেতার জেলহত্যা দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার নীলফামারী শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি সহ শ্রমিক লীগের নেতাকর্মীরা স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি প্রতিবেদকে বলেন। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে দেশে পাক দালালেরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করেছিল। এখনও ওদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এদের রুখে দিতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
ভিন্নবার্তা/এসআর