র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গীবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাব শুরু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, ভেজাল ঔষধ প্রস্তুতকারক ও ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতারক চক্রকে গ্রেফতারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।
নীলফামারী র্যাব ক্যাম্পের অভিযানে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন সানিয়াজান ব্রীজের ২০০ (দুইশত) গজ পূর্ব পাশে অভিযান পরিচালনা করে ২৯০ (দুইশত নব্বই) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩০), পিতাঃ মোঃ মকবুল হোসেন, গ্রেফতার করেন।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উক্ত আসামীর নামে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিন্নবার্তা/এসআর