মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)’র ব্যঙ্গ কাটুন প্রদর্শন করায় নীলফামারীতে ফ্রান্সের পণ্য বর্জনসহ শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বড়বাজার ট্রাফিক মোড়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নীলফামারী শাখার আয়োজনে জেলার শতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, পশ্চিম সাংগঠনিক জেলার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি সিরাজুল ইসলাম,পশ্চিমের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সামাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন এবং শাস্তির দাবী জানান। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্স সরকারের কাছে কঠোর প্রতিবাদ জানানোর অনুরোধ জানায়।
ভিন্নবার্তা/এসআর