নীলফামারীর জলঢাকায় গাছ থেকে পড়ে এক কাঠুরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুরদরগা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী (৬৫) একই ইউনিয়নের দলবাড়ি গ্রামের তারা উদ্দিনের ছেলে।
ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আলম কবির জানান, ঘটনার সময় আম গাছের ডাল কাটতে উঠলে আক্কাস পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
ভিন্নবার্তা/এসআর