জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মো. এহছানুল হক জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তারা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেছেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিনই তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চুক্তিভিত্তিক সিনিয়র সচিবের দায়িত্ব পালন করছিলেন।
জাতীয় নির্বাচনের প্রাক্কালে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাটা কতটা চ্যালেঞ্জিং— জানতে চাইলে তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। নির্বাচনকালীন সময়ে আমরা নির্বাচন কমিশনের অধীনেই কাজ করবো। মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করবেন বলে আমি আশাবাদী। আমি এই নিরপেক্ষতা নিশ্চিতে অঙ্গীকার করছি।”
ডিসি ও ইউএনও পদে পরিবর্তন আসবে কি না— এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, “এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করতে হবে। তাই এ মুহূর্তে এ নিয়ে কিছু বলা সম্ভব নয়।”
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051