করোনাভাইরাস পরিস্থিতিতে ত্রাণ গ্রহণকালে ছিল না কোনো ভিড়, ধাক্কাধাক্কি, কাড়াকাড়ি এবং বিভিন্ন ভঙ্গিতে ফটোসেশন।
পাহাড়ের পাদদেশে উন্মুক্ত ফসলের মাঠে নিরাপদ দূরত্বে ত্রাণের প্যাকেট সাজিয়ে রেখে দূরে দাঁড়িয়ে ছিলেন ত্রাণদাতা। ত্রাণ গ্রহণকারীরা এসে সুশৃঙ্খলভাবে প্যাকেট নিয়ে চলে যায়।
বুধবার বিকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের সোনাই ও মনাই ত্রিপুরা পল্লীর অধিবাসী পরিবারগুলোর সদস্যরা এমন ব্যতিক্রমী এক উপায়ে ত্রাণ গ্রহণ করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের ব্যক্তিগত তহবিল থেকে এ সব ত্রাণ বিতরণ করা হয় বলে জানা গেছে।
ইউএনও রুহুল আমিন জানান, করোনাভাইরাস রোধে সরকারের সাধারণ ছুটির মধ্যে অনেকের মতো এই দুই পল্লীর কর্মক্ষমরাও কর্মহীন। তাই ব্যক্তিগত উদ্যোগে ১০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশের জমিতে নির্দিষ্ট স্থানে ত্রাণ রাখা হয়েছে। তারা খুব সুশৃঙ্খলভাবে এসে যার যার ত্রাণ সংগ্রহ করেছে।