1. [email protected] : admin : jashim sarkar
  2. [email protected] : admin_naim :
  3. [email protected] : admin_pial :
  4. [email protected] : admin : admin
  5. [email protected] : Rumana Jaman : Rumana Jaman
  6. [email protected] : Saidul Islam : Saidul Islam
‘নাচ ময়ূরী নাচ’, নতুন ভিডিওতে নুসরাত জাহান - |ভিন্নবার্তা

‘নাচ ময়ূরী নাচ’, নতুন ভিডিওতে নুসরাত জাহান

vinnabarta.com
  • প্রকাশ : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ০৫:২৬ pm

‘পেখম তুলে’ ময়ূরী রূপে ক্যামেরার সামনে এসে চমকে দিলেন টলিউড অভিনেত্রী ও বশির হাটের সংসদ সদস্য নুসরাত জাহান।

শুক্রবার (১৪ জানুয়ারি) নতুন ভিডিওর টিজার প্রকাশ করলেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায় এক্কেবারে নতুন রূপে ক্যামেরার সামনে এসেছেন লাস্যময়ী নায়িকা নুসরাত।

গত বছরের ২৬ আগস্ট (বৃহস্পতিবার) কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। এর কিছু দিন পরই কাজে ফেরেন তিনি। অল্প সময়ের মধ্যে ঝরিয়েছে বাড়তি ওজনও। এর জন্য অনুরাগীদের প্রশংসাও পান তিনি। নতুন এ ভিডিওতেও স্লিম-ট্রিম চেহারায় ক্যামেরার সামনে এসেছেন নুসরাত। অভিনেত্রীর ক্যাপশন দেখে যা বোঝা যাচ্ছে তাতে ভিডিওটি পরিচালনা করেছেন বাবা যাদব। তাপসের কথায়, সুরে গানটি গেয়েছেন লুইপা।

গানটি কোনো নতুন মিউজিক ভিডিও কি-না অথবা কোনো ছবির আইটেম গান কি-না তা জানা সম্ভব হয়নি। তবে গানের কথা বাঙাল ভাষায়। তাই এতে বাংলাদেশি কানেকশন থাকতে পারে বলে মনে করছেন অনেকে। নুসরাতের নাচের প্রশংসাও করেছেন অনুরাগীরা। সম্পূর্ণ ভিডিও দেখার প্রত্যাশায় দিন গুনছেন তারা।

মা হওয়ার পরই ‘জয়কালী কলকাত্তাওয়ালি’র ফ্লোরে ফেরেন নুসরাত। তারপর একটি রেডিও চ্যানেলের হয়ে সঞ্চালনার দায়িত্বও সামলান। জানুয়ারিতেই মুক্তি পাওয়ার কথা নুসরাতের নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’।

নিজের কাজ নিয়ে কথা বলতে গিয়ে নুসরাত বলেন, ‘ছেলে ঈশান খুবছোট, সবে কান্নার সময় মাম্মা, বাব্বা বলতে শিখেছে। সেই মুহূর্তগুলোও মিস করতে চাই না। কখনো হাসবে, উলটে পড়বে। তাই সময়টা ব্যালান্স করে জীবনের সব ক্ষেত্রে দিতে চাই। আর ওয়ার্ক আউটে সময় দিতে চাই অবশ্যই। আমাকে এখন কাজগুলো ভাগ করে নিতে হচ্ছে।’
ভিন্নবার্তা ডটকম/এন

আরো পড়ুন

মাসিক আর্কাইভ

© All rights reserved © 2021 vinnabarta.com
Customized By Design Host BD