বড়দের দাম্ভিকতা ছোট ভয় পায়,
সদা তার মনে ডর কাছে নাহি যায়।
আশেপাশে দেখে যদি অসহায় লোক,
দাম্ভিকতা নিয়ে মনে বড় করে চোখ।
বড়দের ব্যবহারে ছোটদের ভয়,
বলিতে পারে না কিছু সদা সয়ে রয়।
ভয়ে চলে দীনহীন নাহি যায় ধারে,
যত দোষ নন্দ ঘোষ নাহি তাকে ছাড়ে।
মধ্যবর্তী বড়লোক আছে কিছু ভবে,
দীনহীনে জ্বালাতন করে তারা সবে।
উচ্চ বিত্ত বড় চিত্ত দেখে যদি তাই,
দাদা বলে ধরে গলে নাহি ছাড়ে ভাই।
কী কারণে আগমন বল মোর কাছে?
খুঁজিয়া দেখব আমি কোথা তাহা আছে?
তব জন্য কিছু যদি না করিতে পারি,
কি কারণে এই দেশে বাঁধিয়াছি বাড়ি?
শক্তের ভক্ত মানুষ নরমের যম,
নড়াচড়া করে যদি বের হবে দম।
দুনিয়াটা এই ভাবে চিরদিন চলে,
কেহ হাসে কেহ ভাসে নয়নের জলে।