আইএস বধূ শামীমার মামলা নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে ব্রিটেনে। আপিল আদালতে দেয়া রায়ের বিরুদ্ধে ২৩ ও ২৪ নভেম্বর পাঁচজন বিচারপতি সরকারের আবেদন শুনবেন।
আপিল আদালত বলেছেন, ‘তার নাগরিকত্বের অধিকার রয়েছে। তিনি রাষ্ট্রবিহীন হতে পারেন না। তিনি নিরাপত্তার জন্য ঝুঁকি হলে ব্রিটেনে বিচারের মুখোমুখি করা যেতে পারে।’
ব্রিটিশ সরকার শামীমাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তার নাগরিকত্ব বাতিল করে দেয়। তাকে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তার পক্ষে আদালতে যাওয়া হয়। জুলাইয়ে আপিল আদালত আদেশে বলেন, ‘তিনি দেশে ফিরতে পারবেন।’
শামীমার জন্ম ব্রিটেনে। তার বাবা-মা বাংলাদেশি। ২০১৫ সালে স্কুলে পড়ার সময় তিনি পালিয়ে সিরিয়া চলে যান। সেখানে আইএসে যোগ দেন। একজন জিহাদীকে তিনি বিয়ে করেন। ২০১৯ সালে সিরিয়ার আটক কেন্দ্রে তার সন্ধান মেলে। সেখানে তার তিন সন্তান মারা গেছে। তার স্বামী নিজ দেশে ফিরে গেছে। দেশটি শামীমাকে নিতে অস্বীকৃতি জানায়।
ভিন্নবার্তা/এসআর