নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াবের হোসেন জামিল এর তত্ত্বাবধানে প্রভাষক শিউলি পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও শিউলি রহমান, ওসি মোঃ সাইফুদ্দিন আনোয়ার প্রমুখ।
এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন