মো. কামরুল ইসলাম, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে উপজেলার কাইতলা উত্তর, রসুল্লাবাদ, নাটঘর ও জিনোদপুর ইউনিয়নের ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের কাগজপত্র ও দলিল হস্তান্তর করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর প্রেসক্লাব সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, ১ম, ২য় ও ৩য় পর্যায়ে নবীনগর উপজেলার ৭২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উক্ত আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহ প্রদান করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আরো ১০০টি গৃহহীন পরিবারের হাতে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন