বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে মাছ শিকারে নেমে সাব্বির হোসেন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের আড়িয়ামারা খালে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের কৃষক ওমর ফারুকের ছেলে এবং চালারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আড়িয়ামারা খালে দুই বন্ধুর সঙ্গে সাব্বির জাল নিয়ে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরতে গিয়ে সাব্বির অসাবধানতাবসত গভীর পানিতে ডুবে যায়। এসময় তার দুই বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাব্বিরকে উদ্ধার করে। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কত্যর্বরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সাব্বিরের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এসআর