বগুড়ার ধুনট উপজেলায় পুর্ব শত্রুতার জের ধরে গরীব দুই কৃষকের ৫বিঘা জমির ধানগাছ কেটে ক্ষতি করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার নিত্তিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিত্তিপোতা গ্রামের নজরুল ইসলাম ও রোস্তম আলী ২০০৭ সাল থেকে ৫ বিঘা সরকারি খাস জমি লীজ নিয়ে চাষাবাদ করে আসছে। বর্তমান মৌসুমে তারা ওই জমিতে রোপা আমন ধানের চাষ করেছে। প্রতিদিনের ন্যায় রোববার বিকেলে জমির পরিচর্যা শেষে নজরুল ইসলাম ও রোস্তম আলী বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার সকালের দিকে ফসলের ক্ষেতে গিয়ে দেখেন ওই জমির সমস্ত ধানগাছ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলে রেখে গেছে। এতে ওই দুই কৃষকের প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।
এরআগে গত ০৩ সেপ্টেম্বর একই জমির কাঁচা ধানগাছ কেটে ক্ষতি করায় ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম ধুনট থানায় ১৬জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। নজরুল ইসলাম উপজেলা নিত্তিপোতা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, কৃষকের ধানগাছ কাটার নতুন কোন অভিযোগ পাইনি। তবে ওই কৃষকের পুর্বের অভিযোগটির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
ভিন্নবার্তা/এসআর