ঢাকার ধামরাইয়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজেদুর রেজা সুমন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় এঘটনায় আহত হয়েছে আরও চার জন।
শনিবার (১৯অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজেদুর রহমান মাগুরা জেলার সেলিম রেজার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি পাশের এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি মটরসাইকেল থেকে পরে মাথায় গুরুতর আঘাত পান। পরে আআশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ ওয়াহেল বাকি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এনআই/শিরোনাম বিডি