ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে সাপের কামড়ে সীমারানী নামে এক নববধুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯অক্টোবর) বিকেলে বাবার বাড়ি ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রাবরাবন গ্রাম থেকে নববধুর স্বামীর বাড়ি মানিকগঞ্জ যাওয়ার সময় তাকে সাপে কাটে। পরে বাবার বাড়িতেই নববধু মারা যান।
শনিবার (১৯অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ হোসেন।
নিহত সীমারানী ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রাবরাবন গ্রামের খুদিরাম মনিদাসের মেয়ে।
এলাকাবাসী জানায়, ১৫ দিন আগে মানিকগঞ্জে বিয়ে হয়েছিলো সীমা রানির। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার সময় রাস্তায় তার পায়ে সাপে কামড় দেয়। অসুস্থ অবস্থায় তাকে বাড়ি নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুক করা হয়। পরে শনিবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি মারা যান।
এব্যাপারে বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ হোসেন বলেন, নিহতের পরিবার বলছে সাপের কামড়ে মারা গেছে। তবে তার পায়ে সাপের কামড়ের কোন দাগ পাওয়া যায় নি।
এনআই/শিরোনাম বিডি