নৈতিক স্খলন ও অর্থ কেলেঙ্কারীর দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে সর্বাত্মক ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ।
সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, উপাচার্য ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যরা দূর্নীতিতে জড়িত। এজন্য তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্ত এই সময়েও তিনি পদত্যাগ না তরায় তারা সর্বাত্মক ধর্মঘট পালন করছেন। তবে ধর্মঘটের আওতামুক্ত থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ফাইনাল পরীক্ষা।
প্রসঙ্গত, গতকাল বিকাল ৫ টায় প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত উপাচার্য অপসারণ মঞ্চ থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা এ কর্মসূচী ঘোষণা করে। জাবি উপাচার্যের দুর্নীতির তদন্ত ও উপাচার্যের পদত্যাগ দাবিতে গত একমাস ধরে চলছে এ আন্দোলন।