ভোলার দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ নিজ উদ্যোগে করোনায় কর্মহীন হওয়া অসহায় (শিক্ষার্থীদের) অভিভাবকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আজ সকাল ১১ টায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন শিক্ষকগণ। চাল, ডাল আলু, তেল, লবন, সাবান, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রি কর্মহীন অভিভাবকদের হাতে পৌঁছে দেন তারা। ।
এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহিবুর রহমানসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মহিবুর রহমান বলেন, দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিজস্ব অর্থায়নে অত্র প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। আমরা আশা করি এভাবে দেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেবে।
ভিন্নবার্তা/এসএস