দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কিছুই করেনি। কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে দেশের পুলিশ প্রশাসনসহ সবকিছুকে একাকার করেছিলো শেখ হাসিনা।
তিনি বলেন, গত দেড় দশক ধরে সীমান্তে বাংলাদেশের মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কখনও কোনো প্রতিবাদ করেনি। উল্টো প্রতিবেশী দেশের সঙ্গে নতজানু সম্পর্ক রেখেছিলো শেখ হাসিনা।
উল্লেখ্য, একের পর এক বাংলাদেশি সীমান্ত হত্যার শিকার হচ্ছেন। এ নিয়ে বর্তমান সরকার ভারতকে একের পর এক কড়া বার্তা দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশসহ আশপাশের কয়েকটি রাষ্ট্রের ওপর নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে এর জবাবও বাংলাদেশ দিচ্ছে। কিন্তু সীমান্ত হত্যার বিষয়ে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছে বাংলাদেশ। তবে এ বিষয়ে কোনো কথাই ভারত বলছে না। এ নিয়ে এক প্রশ্নের সম্মুখীন হন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। কিন্তু তিনি সব কথা বললেও এ বিষয়ে কোনো জবাব দেননি।
ভিন্নবার্তা ডটকম/এন