গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় পাঁচজন ও রাজধানীর বাইরে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে সর্বমোট ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ ও ঢাকার বাইরে আটজন ভর্তি আছেন। চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে সারা দেশে ৪১৮ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন