দুষ্টু মেয়ের মিষ্টি হাসি
কথায় কথায় ছল
একটু মনে আঘাত পেলে
চোখে ঝরে জল।
দুষ্টু মেয়ের মিষ্টি কথা
কথার ফুলঝুরি
উদাসী মনের দক্ষিনা বাতাসে
আকাশেতে উড়ি।
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি
ভারী বিচক্ষণ
মোটে ও খুঁজে পাইনি তারে
হৃদয়ে সুলক্ষন।
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি
কন্ঠে মধূরসুর
মনের টানে ছুটে আসি
দূর হতে বহুদূর।
ভিন্নবার্তা ডটকম/এন