(১) বেশী বেশী এবং একে অপরের থেকে বেশী দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফিলতির মধ্যে ফেলে দিয়েছে। (২) এমনকি (এ চিন্তায় আচ্ছন্ন হয়ে) তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। (৩) কখ্খনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। (৪) আবার (শুনে নাও) কখ্খনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। (৫) কখ্খনো না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে (এ আচরণের পরিণাম) জানতে (তাহলে তোমরা এ ধরণের কাজ করতে না)। (৬) তোমরা জাহান্নাম দেখবেই। (৭) আবার (শুনে নাও) তোমরা একেবারেই স্থির নিশ্চিতভাবে তা দেখবেই। (৮) তারপর অবশ্যই সেদিন তোমাদের এই নেয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। (সূরা আত তাকাসুর)