নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকসহ দুইজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন অপর আরোহী এক কলেজ অধ্যক্ষ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রফিক সরকার (৫৫) ও জুলফিকার আলী। আহত হয়েছেন আরেক আরোহী কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০)।
নিহত জুলফিকার আলী বাগাতিপাড়া উপজেলার বড়ালঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও তমালতলা এলাকার তাহের আলীর ছেলে। নিহত রফিক সরকার নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে একজন মারা যায়, আর অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়।