সিনহা হত্যা
দুই এপিবিএন সদস্য জবানবন্দি দিতে আদালতে
ভিন্নবার্তা প্রতিবেদক

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত দুই এপিবিএন সদস্য এএসআই শাহাজাহান ও কনস্টেবল রাজিব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয় তাদের।
এর আগে বুধবার (২৬ আগস্ট) এপিবিএনের আরেক সদস্য মো. আব্দুল্লাহ আদালতে জবানবন্দি দেন।
গত ১৮ আগস্ট এপিবিএনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর পর গত শনিবার (২২ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা কারাগার থেকে রিমান্ডের জন্য তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়।
এদিকে শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলামের রুম থেকে জব্দ করা মালামালের তালিকা দিতে গরমিল করায় আদালতের কাছে ক্ষমা চেয়েছেন রামু থানার ওসি মো. আবুল খায়ের।
গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে সাবেক সেনা কর্মকর্তা সিনহাকে পুলিশ গুলি করে হত্যা করে। এ ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের দায়ের করা মামলায় এ তিন এপিবিএন সদস্যকে গ্রেফতার দেখিয়ে আদলেতে সোপর্দ করে তদন্তকারী সংস্থা র্যাব।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ