বিশ্বজুড়ে মহামারী আকার ধারন করা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাবেক পরিচালক ডাঃ আব্দুল আহাদের (৭২) মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৭জুন) সকাল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকদিঘি ইউনিয়নের নিজ বাসভবনে তিনি মারা যান।
দিনাজপুরের সিভিল সাজন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার সকালে তিনি নিজ বাসায় মারা যান। এর আগে করোনার লক্ষন নিয়ে ৮জুন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার জন্য জমা দেন। পরে তার করোনা আক্রান্তের তথ্য জানা যায়। আজ বুধবার স্বাস্থ্য বিধি মেনে তার দাফন করা হবে বলে তিনি জানান।