তোমরা যাকে বিদ্রোহ বলো, আমি বলি তাকে আকুতি
বাঁচার সাধ শুধু তোমাদেরই আছে, বেওয়ারিশ কী তবে প্রকৃতি?
সমুদ্রে ঝাঁপিয়ে ক্লান্তি ঘোচাও, ফেলে আস প্লাস্টিক অপাচ্য
জলজ প্রাণীটিও শ্বাস নেয় তাতে, তাদের কী ভেবেছ নিষ্ক্রিয়?
শিল্পের বড়াই করে যাও রোজ, উজাড় করে বন
একবার ভেবেছ বৃক্ষও কাঁদে, তাদেরও রয়েছে প্রাণ মন?
কাটাতে তুমি বিলাসী সময়, আকাশপথে প্রবাসে যাও
যে পাখিটি বন্দি তোমার খাঁচায়, তার আকাশটা কেন কেড়ে নাও?
একটু ফুলের টোকা লাগলেই, কেঁদে ওঠ পেয়ে যাতনা
সেই ফুলকেই ছিঁড়ে নাও হাতে, ফুলের বেদনা বোঝ না?
ফুল, নদী, পাখি একজোট আজ
একটাই দাবি-পৃথিবী
অনেক নিয়েছ মানুষ তোমরা
একবার বাঁচুক প্রকৃতি।।
(বীথি রহমান, তরুণ কবি)